ক্লান্ত আমার দুপুর দিনে
ভালবাসা হাতছানি দিয়ে ডাকে।
চির খাওয়া জানলার কাচে
নিজের প্রতিছবি আজ বড্ড নড়বড়ে,
পুকুর পাড়ে পরে থাকা কাপড় গুলোর গায়ে
লেগে আছে কিছু খুচরো প্রেমের স্মৃতি।
শরীরের জৈবিক চাহিদা
রাতের বিছানার কিছু সময়ে আবদ্ধ।
পুরোনো বাড়ীগুলোর জরা জীর্নতা
আজও প্রকাশ করে তাদের অস্তিত্ব,
দেওয়াল ফুড়ে বেরিয়ে আসা
গাছ গুলো জানান দেয় তাদের সক্ষমতা।
সারাদিন খুটে খাওয়া বেকারত্বের জীবনে,
বৃষ্টি ভেজা মাটির গন্ধ আর আলোড়িত করে না।
ভিড় ঠেলে তাদের য়াত্রা শুরু,
শেষ হয় পথ ঘাটের নির্জতায়।
ডাস্টবিনে নিক্ষপ্ত হয় আজও
কিছু কামজাগিত শরীর চর্চার পুরুস্কার,
তারা উচ্ছিষ্টতাকে আকড়ে বেড়ে ওঠে,
তার জৈবিক চাহিদার দায়ে।
স্টেশনের শেষ ট্রেনটাও চলে গেছে,
লাইনের বিক্ষিপ্ত পাথর গুলো স্বস্তির নিংশ্বাস ফেলে।
কোলাহোল শূন্য হয় ফুট ওভারব্রিজ টাও,
চরিত্র গুলোর এখন কেবল ঘরে ফেরার পালা।
দেবাশীষ পাল