আরও একটি কবিতার শেষ
-দেবাশীষ পাল
আরও একটি কবিতার শেষ এখানে,
মনের ভেতর গুটি কয়েক ছন্দেরা ভীড় করেছে
লেখনির কাগজে ফুটে ওঠার জন্য।
বসন্তের ঝরা পাতারগুলো ঝরে গেছে নি:শব্দে
বসন্তের আজ দিন শেষে বিদায়ের পালা।
ঘাষের উপর জমে থাকা শেষ শিশিরবিন্দুর মধ্যে
নিজের দেহের ক্ষুদ্র প্রতিবিম্ব খুঁজে চলি।
রাস্তার পাশে অজানা ফুলগুলি আজ ফুটেছে।
হাস্নোহানা আজও দেখিনি বাস্তবে,
শব্দকোষ থেকে শব্দরা আজ বিলীন।
মনের অন্তর আজ ভাবশূণ্য,
দিনের শেষে হাঠ আজ শেষ
ব্যাপারীদের বাড়ি ফেরার পালা
রেললাইনের ধারে শুয়ে থাকা শিশুর কান্না আজ স্তব্ধ।
হাসির ফোয়ারা আজ তার মুখ জুড়ে
কোনো মানবীর দানে আজ তাদের মুখে অন্ন জুটেছে।
তার মন আজ নিজের স্বর্গে বিরাজ করছে।
সেই কষ্টের দিন আজ
অন্তত একদিনের জন্য সমাপ্তি হল।
এখানেই খুঁজে পাবে আসল স্বর্গীয় সুখ,
এই নির্লিপ্ত হাসিতেই আজ জাগতিক পরিতৃপ্তি।
আবারও একবার কলম স্তব্ধ হল,
আরও একটি কবিতার সমাপ্তি এখানে।