তুমি, তোমার স্মৃতি আর বৃস্টি ভেজা বিকেল
ভেজা মাটির গন্ধে মস্তিস্কে,
তোমার স্মৃতি গুলো কে আলোড়িত করে।
ঠোঁটের নিকোটিনের আস্তরন
আজ তোমার ঠোঁটের স্পর্শ কে আড়াল করেছে।
ভালোবাসা সে তো অনেক আগেই
প্রত্যাখিত হয়েছে তোমার কাছে।
রাতের ভালবাসার স্মৃতি গুলো
দিনের আলোর সন্ধিক্ষনে বিলীন হয়েছে।
শারীরিক স্পর্শ গুলো যেন
ঝড়ে পরছে শরীর থেকে,
প্রত্যাঘাতের দমকা হাওয়ায়।
মৃত প্রায় ভালবাসায়,
প্রানের অস্তিত্ব  আজ ক্ষীন হয়ে এসেছে।
যে ভালবাসা আগে ছিলো খরোস্রতা
আজ তা আকাশের মৃতপ্রায় তারার মতো।
য়া ক্রমশ ক্ষয় হয়ে,
নিজের  ধ্বংসের দিকে এগোচ্ছে।
জীবনের আন্তিম ক্ষনে চলেছে ভালবাসা।
যেখানে থাকবে আদিমতার ছোয়া।
প্রতি ক্ষনে যেনো বিন্দু বিন্দু জলের মত চুইয়ে পরছে,
তোমার প্রত্যাক্ষিত ভালবাসার স্পর্শ গুলো,
এবার শুধু অপেক্ষার পালা
শেষ  জল বিন্দু চুইঁয়ে পরার।