আলোয়া বন্দী করেছি হাতের মুঠোয়,
ফাক ফোকঁড় দিয়ে ছিটকে বেরোচ্ছে
বিক্ষপ্ত আলো গুলো আপন খেয়ালে,
তাতেই মিটাবো তোমার চিরকালীন আক্ষেপ।
আগ্নেয়গিরি অগ্নুৎ্পাতের মতো উগড়ে দিচ্ছে,
সমগ্র জীবনের হতাশা গুলো।
গলিত লাভা গুলো যেনো তার বহি প্রকাশ মাত্র।
মহাজাগতিক আকর্ষন শূন্য এখন,
সব কিছুই যেন ভাসমান, স্থিরতা নেই।
হয়তো উংস থেকে শুরু করে,
মোহনা দিয়ে অসীম সমুদ্রে বিলীন হবে।
হৃদয়ের মন্থনে আজ ওঠে আসছে,
অবজ্ঞা আর প্রস্তর যুগের অশেষ শূন্যতা।
কন্ঠে তো সুখের বানী ধারন করছো,
হিংসা পালিত হচ্ছে মনের অন্তরে,
কোনটা বা আংশিক সত্য আবার কিছুটা মতান্তরে।