একার ভিড়ে
অনিদ্রা ব্যয় করে
কোথায় আবার যাব হারিয়ে!
অনিদ্রার মাঝে, না সরানো পর্দা সরিয়ে।
নিদ্রার সাথে
পারব সে রাত কাটাতে,
আশ্চর্য সে নীলচে মুক্ত রাতে
খুঁজে পাব শেষ ঘুম, ঘুম হারাতে হারাতে।
অনিদ্রার শেষে
অন্য জগতে প্রবেশে,
শেষ দৃষ্টি তখন অনিমেষে,
দেখবে শেষ ঘুম! এক অনন্ত ঘুমের দেশে।