ভিতরে একটি রাস্তা আছে
সেই রাস্তায় অনিশ্চিত স্মৃতির ট্রাফিক।
সব গাড়ির যাত্রী আমি একা।
পুরানো স্মৃতির দৃশ্য আছে
এলোমেলো স্মৃতিচারণায় এদিক আর ওদিক।
এ জানালায় ও জানালায় বসে দেখা।
দায় আর মুক্তি এক সাথে
অচিহ্ণিত তাকে অবিন্যস্ত ভাবে রাখা,
কোনোটা খোলা কোনোটা বস্তা বন্দী।
ধাঁধা আছে অন্ধকার রাতে
কিছু যেন গ্রীষ্মের ভর দুপুরের খাঁ খাঁ।
কিছু ছোটোবেলার গল্প বলা ঠান দি ।
আছে নীরব পলাশের রঙ
আছে ভরা বরষায় ভাসিয়ে দেওয়া প্লাবন।
আর বিকেলের উদাস করা সূর্যাস্ত
এখন ট্রাফিক কন্ট্রোল আর সংযম
জীবনের রাস্তায় কখনও সখের অতীত ভ্রমণ,
বাকী বর্তমানের বাস্তবতায় ব্যাস্ত।