দূর আকাশে এক ঝাঁক পাখি
আর নিখুঁত তাল, অনায়াস মিল,
ওদের উড়ে যাওয়ার মত কবিতা লিখতে চাই।
তাদের ছন্দ বদ্ধ উড়ান দেখি
দেখি ডানা ছোঁওয়া আকাশ নীল,
সবার পাশে থেকেও এরকম মুক্ত থাকতে চাই।
কি উজ্জ্বল চিহ্ন! কি উচ্চতা!
ওরা কি বিশাল দূরত্বের সম্মুখীন।
ঘরের সান্ত্বনা ছাড়াও খুঁজে চলে সুদূরের দেশ।
দেখি তাদের পরিশ্রম স্বাভাবিকতা
উড্ডয়ন কলহ হীন ক্লান্তি হীন
ভাবি রোগ শোক ভুলে ওরা আছে বেশ!
ওদেরও আছে কোনো বিষণ্ণ দিন।
আছে ঝঞ্ঝা বা অন্ধকারের হুমকি
সাদা ডানায় তার লেশ মাত্র চিহ্ন নেই।
আমারও মন ওদেরই সাথে উড্ডীন
ওদেরই পাশে পাশে উড়তে থাকি
এ মূহুর্তে ফিরে আসার একটুও ইচ্ছে নেই।
শুধু পরিচিতির বিলাসিতা নিয়ে থাকারও ইচ্ছে নেই।