দৌর্বল্য
-------
সুন্দর মুখ যদি কয় কটু কথন!
অশালীন অশিষ্ট আর অসত্য বচন।
তবু সে সুন্দর! কাটে না চোখের ঘোর,
রূপ চুরি করে চোখ এমনই সে চোর!
কান বলে চোখ তুমি দৌর্বল্যে দোষী।
চোখ বলে চুপ আমি সৌন্দর্য্যে খুশী।

দিন ক্ষয়
--------
কদিন বাঁচব বলে
করছি কতই !
দিন কত পার হল।
কিছু করব বলে
বাঁচলাম কই !
বাঁচাই ত সার হল।