এক অলিন্দ থেকে অন্য অলিন্দে,
জীবনের এক ধন্দ থেকে অন্য ধন্দে ,
ধীরে ধীরে সরে আসছি
পুরানো নাম ধরে কথা বলছি।
দেওয়ালের আড়ালে
বা পুরানো টেবিলে
কথা যত হারিয়েছে,
যাওয়ার দিন এসেছে তত কাছে।
শব্দ হওয়ার বদলে নিঃশব্দ হতে থাকি
আর পুরানো পাতা উল্টোতে থাকি।
ভাবি কেউ এসে ডাক দিল
সময় হলো এবার চলো,
ভোরের সূর্যও যাওয়ার দিন গোনে।
আমার সময় কাটে স্বপ্নে বা দু:স্বপ্নে।