রাগ কর কেন ও রাগুনী !
সোন্দর বনের রায় বাঘিনী।
ও মিষ্টি মুখের অন্তরালে
রাগ করে গো কি লুকালে !
বয়ে যাচ্ছে নদী বিদ্যাধরী
রাগ ভাসাও সেথায় রাগেশ্বরী।
(রাগেশ্বরী)
------------------------------
রয়ে গেল আশ
আর চলে গেল শ্বাস
অতৃপ্ত মৃত্যু নাহি চাই।
মিথ্যা আশ থেকে মুক্ত করে
মুক্ত শ্বাস নিই কদিন বুক ভরে
প্রাণ ভরে এ জগত দেখে যেতে চাই।
(মোক্ষ)
---------------------------------