সুখ
দেবাশিস সেন
--------------

ঈশ্বর হাস্য বদন " তব কি চাই বত্স ?"
--"সর্ব সুখ চাই তবে যেতে পারি মর্ত্ত "

ঈশ্বর হাস্য মুখ " সর্ব সুখ! আমারই অগম্য।"
এক এক করে চাও তবে হয় বোধ গম্য।"

-- "তবে দাও অপার অর্থ সুখ !"
--" তথাস্তু।"

--"শরীরের সুখ দাও, সুন্দর মুখ!"
--" তথাস্তু।"

-- "সুন্দর দেহ দাও, সুন্দর কেশ!"
--" তথাস্তু।"

--"সুরেলা কণ্ঠ আর রাজকীয় বেশ।"
--" তথাস্তু।"

--" দাও পুত্র কন্যা সুন্দর পরিবার।"
--" তথাস্তু।"

--"জয় দাও, কোনদিন হয় না কো হার।"
--" তথাস্তু।"

সব পেয়ে ভুলে গেল এক নিশ্চিন্ত নিরুদ্বিগ্ন মনও চাই,
তাই সর্ব সুখ পেয়েও সুখীর শান্তি নাই! শান্তি নাই !