আজ কিম্বা আগামী কাল ,
যৌবনে লাগবেই আকাল,
ভেঙে যাওয়া ছাড়া যেন অন্য কাজ নেই!
ঘুমের ভিতর ফোস্কা পড়ে,
ঘুম জ্বলে ঘুম পোড়ে!
রাতে একাকীত্বের হতাশায় চর্বি জমে।
দৈনিক বানিজ্যের প্রফিট গ্রাফে
উন্নতি সিঁড়ির শেষ ধাপে
কলঙ্ক নিয়েও চাঁদ অক্ষত আছে ।
হাসি আনতে চেষ্টা করি,
হাসে আকাশের নীল পরী
আমার ভিতরের পাখীরা নিশ্চিহ্ন হয়ে যায়।
যে তথ্যে যৌবন শক্তিশালী
সে তথ্যে জমে ধুলোবালি!
হরি বোল বলে যৌবন শেষ হয়ে যায়।