অনুসন্ধান! অনুসন্ধান!
কিছু লুকান নদী তীরের সন্ধান !
মরীয়া যৌবনের জীবনকে এটুকুই দান।
মূঢ় অশ্লীল শব্দাঘাত !
উত্তপ্ত মস্তিষ্কে প্রস্তর প্রপাত!
কখনও উদ্দেশ্য পেটভরা দুবেলা ভাত।
কেউ চরম উপেক্ষায় ঢালে
অপভাষা ভরতি অপমান, গালাগালে,
জড়ায় রঙিন জীবনের অভিশপ্ত জালে
দিশে হারা, দশাহারা জীবন,
জীবনকে নিয়ে ছুটে বিক্ষিপ্ত মন
গহ্বরে গহ্বরে কত জীবন তুলে এ যৌবন।
স্বপ্ন যৌবন কাঁদে হাসে
ডাক শোনে, স্পর্শ করে রহস্যে
আর কেন! রহস্যেই ডাক দেয়, চল অস্তে।
এ জীবন চায় যৌবন,
বাস্তব জীবনে করি সন্তরন,
দূরে যাও মরণ, ডাকলে এসে কর আলিঙ্গন।