ছুঁতে ছুঁতে
শূন্য ছুঁতে হবেই ।
আকাশ ছুঁতে যেয়ে
খালি বুক ভরাবেই!
লাফাবে ঝাঁপাবে পৃথিবীকে কাঁপাবে,
নিজেরই মত আরেকজনের ভিতর ছুঁবে বাহির ছুঁবে।
কেন! তার কিছু অঙ্গ অন্য রকম।
যখন আসে আমার যৌবন.
ভাবি সাধারণ, নিজের মতন
তোমরাই আমাকে বল অন্য রকম!
তাই নিজের মধ্যেই ডুবে যাই.
বেঁচে থাক ভিন্নতাই,
আমি ঢেকে ফেলি আমার শরম.
ভিন্ন ধরম, অন্য নিয়ম।
শেষ হয়ে যায় যৌবনটাই!