. কালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
বয়স চেয়ে বসল যৌবন।
ঘর্মাক্ত কলেবর
কলরব করে উঠলো
ক্লান্ত শান্তির ঘুম দাও!
কটাত দিন! নিশ্চিন্তে বাঁচতে দাও!
দেহ শুনলে তো দেবো,
রক্ত ছুটল গোমুখে,
উষ্ণ জল টেনে ফেলবেই সাগরে।
নেচে উঠল বাঁশি,
সুর উঠতেই কেটে গেল বাধা
ও যুবতী নৌকো তুই তো আমার গোপন রাধা!