ও শহর তোর
রূপের বহর,
মেট্রো মনো লোকাল ট্রেনে ,
দেব দেবীদের বিজ্ঞাপনে,
হোর্ডিংয়ে পণ্য সন্ধান,
সিনেপ্লেক্স এয়ার কনডিসন
এ শহর আমার জান!
ফুড প্লাজা থিয়েটার
আর লোক ভর্তি বিগ বাজার
সবই আছে মেরা শহর মেরা ইয়ার।
কত লোক! কত কথা,
কত মোড় কত পথ !
চাই চাই ঝিন চাক রাত ভরা রোশনাই
তাক তাক ধুম থাক, রাত ঘুম ভুলে যাই!
শুধু নাই একা থাকা মেঠো পথ খোলা মাঠ
নির্জন নদী ধার, সুন সান ফাঁকা ঘাট।
রাতে ব্যাস্ততাতে হাঁস ফাঁস সারা রাত ঘুম নাই,
ও শহর তোর দোস্তিতে ফ্রেশ অক্সিজেন চাই।