কি রাগ! এ কি রাগ!
অ আমার রাগেশ্বরী!
রাগ কমাতে দাও খেতে গো
পান্তাভাত আর শুকনো মুড়ি।
পটল পটল চোখগুলোতে
লাল গোল গোল রাগ,
পরাণ কাঁপে ছুটতে বলে
ও রে ভাগ মিলখা ভাগ!
রাগের হাতী রাগের ঘোড়া
একটু হাসো থোড়া থোড়া,
আমি এখন দিশা হারা!
কুত্তা বাহার ভাগা রে!
রাগেশ্বরী রাগ তো কমাও
চাপ বাড়ছে রক্তের,
দয়া কর প্রাণ বাঁচাও !
জান যাচ্ছে ভক্তের!
চলে গেলেই রাগের হাঁড়ি
ফাটবে মাঝ মাঠে!
কাঁদলে আমি আসব না আর
যাব ওপার যাওয়ার ঘাটে।
(এটা কবিতা নয় । ভীষণ হালকা চালে হঠাত লেখা )