কত দিন পর!কত দিন পর!
আর উঠল না অকারণ ঝড়!
ভিজে গেল পদ্ম পুকুর,
আর পুরানো লক্ষী ঠাকুর।
কত দিন হল!কত দিন হল!
উড়ে গেল কত ্ধুলো!
যদিও এ আশ্বিন সকাল,
ছুঁয়ে গেল ফাগুন বিকাল!
কি যে করি! কি যে বলি!
প্রস্ফুটিত সব পুষ্প কলি !
মন দিয়ে ধুয়ে দিলে মন,
ফিরে এল হারানো আপন।
আর নয়, কোনোদিন নয়,
অকারণ বজ্রপাত ভগ্ন হৃদয়,
নিচু মাথায় কুড়াব শিশির,
বইবে নদী, স্থির দু তীর।