বিন্দু বিন্দু ঘাম জলে
সিঁদুর গড়াল কপালে,
চোখের কোন ছুঁয়ে
এক ফোঁটা গালে
এসে শুকিয়ে গেল।
এক ফোঁটা গাল বেয়ে
চিবুকে ঝুলে থাকল।
মন এখনও ইস্পাত।
তবু পিপাসার্ত হাত
অস্ফুটে কিছু বলে, যেতে চায়
বহুদিন না ছোঁয়া চিবুকের তলায়!
অন্ধকার এসে পথ আগলায়,
নাই অধিকার! নাই অধিকার!
উঁকি দেওয়া অতীতে আলোর চিত্কার;
একবার! বল একবার! কেন এ মনের বিকার!
অধিকারে নাই কোনো ঋণ,
তবু ফেলে আসা নির্জন দিন
এখনো বাঁচে অতীতে,
আমাদের চেনা পৃথিবীতে।
একদিন আবার ছোঁব ঘাম জল,
আবার মুছে দেব অবিকল
সেদিনের মত
অবিরত।
তখন বোলো এ সাধারণ ঘামজল নয়
এ সিঁদুরের স্বেদবিন্দু।