প্রাপ্তি সংবাদ
-----------
কিছু পেতে পেতে কিছু হারিয়ে যায়
যা কল্পনার অতীত।
এ হারাতে হারাতে কিছু পেয়ে যাই
যা ফেরায় সম্বিত।
জীবনের বিচিত্র স্বাদ
আমার প্রাপ্তি সংবাদ।
আতঙ্ক
_______
চপল হরিণ থমকে বলে শৃঙ্গ দুটি নেড়ে
ওরে মৃগের দল
ডোরাকাটা গেলো কি না বল
ধরে যদি চিবিয়ে খাবে এলে আবার ফিরে।
বুড়ো ঘাসটি উঠে বলে ভাঙ্গা কোমর ধরে
ওরে ঘাসের দল
হরিণ গেল কি না বল
সব গুলোকে চিবিয়ে খাবে এলে আবার ফিরে।
অন্ধ রাগ
-------
দমকা বাতাস নিজেই খুনি, নিজেই হলো লাশ !
কেন রে তুই করলি নিজের এমন সর্বনাশ !