সন্ধি
তোমার আমার মতান্তর
অজা যুদ্ধের নামান্তর।
মেটার আশা দূর অস্ত,
দুই ইডিয়টের মনোকষ্ট।
সুখের সময় সাথে রেখ, ,
দুখের সময় কাছে ডেকো।
এই টুকু হলেই যথেষ্ট
তুমিও তুষ্ট আমি সন্তুষ্ট।
ছাদনা তলার অমোঘ মন্তর
তুমি ছাড়া নেই গত্যন্তর!
-----------------------
ধার
কেন আমি লোনলি, করি শুধু ধার !
বাড়ি গাড়ি সব তার, আমিই বেকার!
--------------------------------
বক্র
বক্রের সহজ রূপ চিন্তাতেই কঠিন
ঈপ্সা বিনা জীবন তাই অর্থহীন।
---------------------------------
নির্বাচন
একবচন তলে বহুবচন,
জন নেতার শুন মহাবচন।
বচন শুনে কান পচন ,
আসছে না কি নির্বাচন।