।                মেঘ সাদা, রোদ উজ্জ্বল,
                  নদী ধার, পালক হিল্লোল
   শরত ঋতুর পূর্ণ প্রকাশ, কাশ ফুল, সাদা মেঘের আকাশ।

                   বাঁকা নদীর আঁকে বাঁকে
                   সাদা গালিচা শরত ডাকে।
দোলো কাশফুল ঢাকের বাদনে, পুজো পুজো মনে, কাব্য লিখনে।

                 আকাশের নীলে মেঘেদের হাসি
                 ও কাশ তোমার দোল দোল খুশি,
    অযত্নে বাড়,অযত্নে থাকো, দলে দলে মাথা উঁচুতেই রাখো।

                 অতি যত্নে আমার ১৯ তলাতে
                 দিন কাটে,তুমি আঁকার খাতাতে,
অবকাশে স্মৃতির  দীর্ঘশ্বাস! আগাছা হয়েই রয়ে গেলে কাশ !

                  ফিরে যাব সে বাঁকা নদীতে
                    না ছুঁয়া শুদ্ধ  শুভ্রতা ছুঁতে
পুরানো মন যখন ব্যাকুল, দুলে দুলে তুমি হাস কাশ  ফুল!