"নির্মেঘ আকাশ নিঃসীম শূন্য !
তুমি কি মেঘ!"
"এতো পেলব কথা! এ কার জন্য !
এত কি আবেগ!"
"ভোরের আকাশ আর গোধূলি আকাশ
দুইই তো গেরুয়া! "
"এতদিন পরে আজ হলো অবকাশ,
তাই আবার বেহায়া!"
"সেই দিনে ফিরে যাই যদি, বল কি দোষ!
যদি হাতে দিই হাত। "
"কবিতার শব্দে নিঃশব্দে কর আফসোস
যত প্রবঞ্চকের জাত!"