আর নয় --
হাত থেকে হাত ছাড়িয়ে
এসেছি অনেক দূর,
ভাবার কথা কেউ বল না,
রোজ ভেবেছি প্রচুর।
------------------------
বিকেল --
বিকেল বেলায়
এ মলিন  আলোয়  
দেখাও এ কোন রং!
হৃদয় ভরায়
যে সবুজ আশ্রয়
এ রং তাকে দিও বরং!  
-------------------------
দাম--
যা ছুঁ য়েছ সব দিয়েছি ফিরিয়ে দেওয়া কেন!
খুচরো কথায় মন ভরেছি দাম দিয়েছি জেনো।