তাকে নিয়ে
----------
ছুঁ য়ে দিয়ে রোজ চলে যায়
তাকে ধরা আর হয় না।
দিন কাটে কত অযথা কথায়
তাকে ভাবা আর হয় না।
কেউ ডাকে জীবন, কেউ সময়
তাকে জানা আর হয় না...
রাজনীতি
---------
তোমরা যদি মুখ ফেরাও, আমায় ভালবাসবে কে!
তোমরা যদি দূরে সরাও, আমায় ভাল রাখবে কে!
আর কতদিন রাখবে আমায় মন্দ লোকের খপ্পরে,
স্বাদ পেয়েছি ভালর আমি থাকব তোদের চত্বরে।
কষ্ট
----
যা হয়েছে এই যথেষ্ট!
থাক রে এতেই সন্তুষ্ট,
যা পেলিরে অনেক পেলি!
এ জন্ম যে বেঁচে গেলি!
সুখের পিঠে ভূতে কিলোয়!
ভরা পেটের কষ্ট হয়!
আছিস কোলে বালিশ তুলে
বুঝিস কষ্ট কাকে বলে ! "