নীল পাখি
----------
যাও যাও !
নীল পাখি
রং পালক দিয়েছি ডানায়।
যদি চাও
ফের ডাকি
জেনো ভুল করেছি চেনায়।

টবের ফুল
---------
টবের ফুল
ঘর  ছেড়ে
সূর্য  দেখ কেন!
মনের ভুল
মন ছেড়ে
হৃদয়ে আস কেন!

ফাঁকি  
--------
পিঠে বোঝা অসার কথা
বুকে  স্বার্থ  চাপ,
তরবারির হাতল ভাঙা
কারুকার্য  খাপ.
এ তরোয়াল ঘুরে যত
বাড়ে  রক্তচাপ।