জ্যৈষ্ঠের ভরদুপুর, উত্তপ্ত পিচ রোডে
পাগলটাকে চেপে শুইয়ে দিল খালি গায়ে!
না হয় শিক্ষা দিতিস আর দু চার থাপ্পড়ে,
কয়দিন জল খেয়ে থাকা পেট জ্বলার দায়ে
নির্দোষ মার খাওয়া পিঠটাই পুড়ে গেল।
ভয়ে পেট তেলেভাজা বমি করে দিল।
পেটের বা কি দোষ! তেলেভাজা খেলে!
তেলেভাজা থাকে যদি পেটের নাগালে।
পাগলকে ছাড়ে না, আধপোড়া তেলেভাজা,
পেটে নয় পিঠে রয়ে গেল দগদগে তাজা
নষ্ট তেলেভাজার মত পিচ পোড়া ঘা!
পেট নয় পিঠ দিয়ে রোজ তেলেভাজা খা !