হাই রোডের ধারে একটা সেলুন কয়েকটা আয়না,
টাঙ্গানো ছবি শাহরুক সলমান থেকে রাজেশ খান্না।
আয়নায় ছুটছে গাড়ি, চিকন মুখ, দামী সান গ্লাস,
মার্সেডিজ, টোয়টো আরো কি গাড়ি, লাক্সারী বাস,
কেউ কেউ দাঁড়ায় , রাস্তার পাশে সখের চা খায়,
গাড়ির মিউজিকের সাথে সাল্লু শারুককে ফেলে যায়।
সাল্লু শারুক জিনস পরে ঘাড়ের চুলে আঙ্গুল বুলায়!
আয়নার ভিতরে রুগ্ন সাল্লু নিজেকে আরও শীর্ণ করে,
শারুক কয় দিন পর রাস্তার ধারে চাকায় হাওয়া ভরে।
একই রকম থেকে যায় সেলুনের আয়না চক চকে,
সকাল থেকে সন্ধ্যে খাটা ছেলেটার কথা নেই মুখে।
তার স্বপ্ন আর একটা সেলুন, কটা চক চকে আয়না
কোন শারুক সাল্লুকে সেলুনের আয়না ছাড়তেই চায় না।