বয়স হয়েছে তের কি চোদ্দ,
গোঁফ উঠেছে সদ্য সদ্য,
এখন কিশোর মনের খাদ্য
গোয়েন্দা রহস্য, হাসির পদ্য।
যা দেখি তা কি করে পাই,
বন্ধ জানালা সব খোলা চাই,
সাহস দেখাতে কুয়াতে ঝাঁপাই
অজানা ভয়েতে সিঁটিয়েও যাই।
কোনটা সঠিক কোনটা বেঠিক!
কোনটা গুজব কোনটা গিমিক!
গুলিয়ে যায় যাবো কোন দিক
এখুনি ভীতু এই ত অভীক।
হবে কে বন্ধু! হবে কে গাইড?
কিছু লুকাবো না নাথিং হাইড,
বাবা মা কিছু করো না মাইন্ড,
বন্ধু খুঁজে যে তোমার চাইল্ড।