একটা গলা উঁচানো মোরগ
পৌরুষ মেশানো লাল চোখ
যৌবন ফোটাচ্ছিল লাল ঝুঁটি আর রঙ চং পালকে।
ডোন্ট কেয়ার ভাব রাস্তার ধুলো, রোদেলা সকালকে।
কী দেমাকী ঘাড় ঘোরানো চাল!
যুবতী মুরগীকুল সব বেসামাল!
একটা গাড়ি এসে দাঁড়ালো,
মোরগ বাহারী ডানা ঝাপটাল,
সুন্দরী চোখ খুলল সানগ্লাস! অঙ্গুলি হেলন আর ছোট ইশারা।
অতঃপর সুন্দরীর ডিনার টেবিলে মোরগ সাথে সুগন্ধিত সুরা