জিতব বলে পা ঠুকল জীবন বাজীর ঘোড়া!
খাদের ধারে ঘোর লাগল, স্বপ্ন লাগাম ছাড়া ,
প্রথম শিহরণে সোনার আলো দেখার ক্ষণে!
শিহরিত শরীর, উজ্জীবিত হৃদয় কম্পনে!
গণ্ডি ভেঙ্গে ছুটল ঘোড়া এক অস্থির যৌবন।
আলো যখন ছুঁল জীবন আমার জগত বিস্মরণ।
বাজীর ঘোড়া জিতল বাজী, বুকে করলে পদার্পণ।
মন হারাল তেপান্তরে, তোমার সিন্দুর শিহরণ!
করলে যেদিন বর্ষা বরণ হল সফল বীজবপন,
পুন: শিহরণ!সংসারে এলো হাসি, নতুন ক্রন্দন!
তারপর সেই সাধারন দৈনন্দিন কর্ম সম্পাদন,
এমনই ছিল পানসে জীবন, না ত্বরন বা মন্দন,
একদিন শেষ হল সব দিলাম মালা ধুপ চন্দন
একা করলে শেষ দিনেতে দিলে শান্ত শিহরণ।