সব বয়সের কিছু দিক আছে l
যৌবনের সামর্থ ভুলতে বসেছি,
এক দৌড়ের মাঠ এখন তেপান্তর
বয়েসে পা ছোটে না যত জোর,
তার থেকে জোরে ছোটে হৃদযন্ত্র!
হাসি যন্ত্রের মতো, ভাবি বাঁচার মূলমন্ত্র!
তবুও রোগ ঢুকছে, শরীর হারাচ্ছে গঠন,
অসাড় শরীর নিয়ে বিষণ্ণতায় ভুগছে মন!
রোজ রোজ মৃত্যুর লোড বহন সত্বেও,
বাঁচার অর্থ খুঁজি এই শেষ বয়েসেও!
সব অঙ্গ যেন আলাদা আলাদা থাকে!
কে কখন চলে যায়! কে খবর রাখে!
যৌবনের গর্বিত মাংস লোল চর্মে আবৃত,
যৌবনে স্বীকৃত শরীর ম্লান, জরায় ধিক্কৃত !
তাজা ফুল শুষ্ক হয়, রোজ শিক্ষা হয় ,
শেষ বয়স দেয় জীবনের নতুন পরিচয়।