ছুটির দুপুর, ঘরে আমি একা
অতীত এলবাম খুলে দেখা।
তোকে দেখেছি রাস্তার ধারে,
মিতাদের ঘরে ছাদের উপরে,
বলেছিলি আমি সব কিছু জানি,
আরও বলেছিলি বদমাস চিনি,
শুনেছি কথা বুঝি নি সে হাসি,
মন চেয়েছিল বল ভালবাসি।
আমার মনের ভেতরের মন
করেছিল এক রাবনের পণ,
তোকে নিয়ে চলে যাব চুপে
নিয়ে যাব তোকে রাজপুত রূপে,
তুইও ভাবলি পেয়ে গেলি চাঁদ,
আজ দেখ তুই তোর থেকে বাদ।
তোর গান তোর হাসি সাধ,
আমার জগতে সব বরবাদ।
তোর চোখে সব খুঁজে পাই
শুধু দেখি সে চোখে তুই নাই।