আজ কি যে হল! অন্ধকার নিজেই সরে গেল!
কিছু শূকর এলোমেলো, বাঁধের জল শুকালো,
উঠে এল সাদা শেওলা বেদী আর গুলঞ্চ গাছ ,
বেদী জুড়ে ঘুরে রোমন্থিক কালো হলুদ বাঘ নাচ!
ধর্ম কি ! কর্ম কি! ঠিকানার না দিল জানান,
বাঘ নাচ ! বাঘ নাচ! কার্নিশে শ্যাওলার ঘ্রাণ!
শরীর বিভঙ্গে বলে গেল, এসে গেল সাজ! সাজ!
সত্যপীরের সাথে এই মাটিতে দেখা হবে আজ!
কিছু প্রাণ,ফেনওয়ালি, ধোবাবুড়ির নেই কোনো জাত।
গোবর নিকানো পরিচ্ছন্ন ঘর, কটা ছাগল আর ফেনভাত।
কালো দরজার ওধারে সার সার যত ফুল গাছ ,
টগর সন্ধ্যামালতী নিয়ে বেঁচে আছে বাঘ নাচ।
ভেঙ্গে পড়া সাদা বেদী আর ভুলে যাওয়া সত্যপীরে
বাঘ নাচ, শ্যেওলা ছুঁতে একবার যাব বেদী ধারে।