অহরহ যাওয়া আসা  বাঁচার বাসনা,
মধ্য রাত্রিতে এক প্রসব যন্ত্রণা।
সদ্যজাত চোখ জাগ্রত
আর এক সদ্য মৃতা
আলো না অন্ধকার
মুক্তি না কারাগার
তারা বলে না ,
জানেও  না ।
এটুকু জানি,
আর মানি,
শেষ   হল
সম্পর্ক
রেশ!