না রাগিয়া প্রিয়ে* যদি করিতে ক্রন্দন,

কালি না ছিটায়ে যদি দিতে গো চন্দন,

তা হলে কি কাটে এই বিবাহ বন্ধন!

মাফ যদি কর দোষ যা করি বার বার,

সানন্দে করিতাম সে ভুল আবার,

এই  ভালোবাসা প্রিয়ে*, এই নিবেদন

কেন শুধু গালি দিয়া বাড়াও বেদন!

কারাগারে ঢুকিয়াছ কাটাও কারার জীবন,

অ্যাডজাস্টমেন্ট, কম্প্রমাইস কর যাবজ্জীবন।

               -------

* প্রিয়ে =  প্রিয়া/প্রিয় ( এখানে)