ভাবতে ভাবতেই দিন শেষ হয়েছে রাত দুপুরে,
নিজের মত থাকতে চাই, স্বাভাবিক এক ভোরে।
হাত থেকে হাত ছাড়িয়ে এসেছি অনেক দূর,
ভাবার কথা আর কেউ বল না, ভেবেছি প্রচুর।
###
ও সোনা তোমায় নিয়ে হ্যাংলাপনা,
দিতে মন সরে না পেয়েও মন ভরে না!
তুমি আমার জীবন যন্ত্রনা।
###
বাজি পোড়ান রাতে ভুল শব্দে প্রাণ ফিরে পাই।
একবার কাঁচা হাত ছুঁয়ে ফের শেষ হয়ে যাই।
###
বক্রের সহজ রূপ চিন্তাতেই কঠিন
ঈপ্সা বিনা জীবনের মতই অর্থহীন।