একদম মনে ছিল না। হঠাত পুরানোর সাথে দেখা হলো
অতীত ঝলসালো, বর্তমান চমকাল, ভবিষ্যত সামলালো।

             ##

হতাশ দিন, ধুসর বত্সরের সময় গুনি।
কত জীবন বেপাত্তা হত্তয়ার খবর শুনি!

             ##

কি যে চলে তলে তলে,
তাঁর নামে সবই চলে!

          ##
ইচ্ছে সব হাতে গোনা !
ছুটতে নেই কারও মানা!
উদ্ভ্রান্ত ভেড়াদল তাল কানা!
আবার করা কেন হাঁ! না !