তোমরা জাগো ঘুমাও,
তোমাদের শব্দ শুনি,
চোখ নেই, দেখা ও শোনার ভিতর মিল খুঁজি না।
রাত জাগা কানে বৃষ্টি আসা শুনি।
নেঘেদের কাজ শেষে তারা শেষ হয়ে যায়.
আমার আর দিন শেষ হয় না!
মেঘেদের কি করে বুঝাই বেঁচে থাকা কত দায়!
হওয়ায় উড়ে যাওয়া মেঘেরা কি বুঝে উদ্বৃত্ত হওয়া কত অসহায়!
নিজেরই হৃদ শব্দ বার বার মৃত্যুর নিস্তব্ধতা ভাঙে,
মৃত্যু নিজেই নিস্তব্ধ, বারবার হৃদয়ে শব্দ বিরতি
রোজ জীবন পাখি শব্দের সঙ্গে ফিরে আবার মরে !
আর কতদিন! জীবনের কম্পন!
শব্দ, বিছানা আর অতীত দর্পণ!
উত্সুক কান রোজ থাকে অপেক্ষায় ,
কিছু মধুর শব্দ একসাথে যদি দেয় বিদায়!
শব্দের ময়লা জমে আমার পর্দায়
ফেরিওয়ালা নিস্তব্ধতার ডাক দিয়ে যায়!