একা নৌকা চলে, নিজের মনে নিজেই কথা বলে,
ভাসছে কিসের টানে! সে কথা পারের কেউ জানে !
নদীর তালে পাগল নাও চিন্তা শান্ত সাগর অতল।
পার দিচ্ছে ডাক,আকাশ বলে একা চলতে থাক।
নৌকো নিজেই বায়, দূরের পার ঝাপসা হয়ে যায়।
ভাসে সুর্য্য পানে,নদীর ঘূর্ণি নিজের ভিতর টানে।
সুর্য্য ডোবা দেখে নৌকো গোধুলি সারা শরীর মাখে।
কাজ হয়েছে সারা! ঘূর্ণি ডাকে এবার ঘরে ফেরা।
উঠল তারা এবার , সময় হল অতল জলে ডোবার।
নীল দুঃখে ভাসে। নদীর আকাশ হাসে বাতাস হাসে!
নৌকা ডুবে একা! মেঘ নাওয়ের বিদায় দিল ঢাকা।