না সে কোন নক্ষত্র, না অজানা এক তারা।
ভিতর ঘরের টুং টাং বাজা পাগল একতারা ।
যখন আকাশ জুড়ে উল্কা ঝরে
ব্যালকনিতে,পিচ রাস্তার পরে।
একতারাটি গানটি জুড়ে
একলা মনে বাউল সুরে,
ও তারা ! ও তারা!আমার এক তারা!
মধ্য রাতে একলা পথে বাঁধন হারা!
ছুটলি অনেক, এবার আয় একটু খেলি,
সুরের তীরে দেখি ফিরে পুরানো দিনগুলি,
তারা ওঠে তারা ডুবে, সবাই আসে যায়,
সে তাঁকে খুঁজে তাঁকেই যে গান শোনায়,
ভোলা... ম...ন ... আমা......র! বুঝি এ জগত যেমন তোমার
হে ঈশ্বর! হে খুদা! এই অসীম বিশ্ব, এ তো তেমনই আমার।