কিট্টু এখন হচ্ছে বড়, ওকে কিচ্ছু বলো না!
ভাবছে হবে লিওনিল কিংবা মারাদোনা!
ধোনী হলেও মন্দ না, কোলি হলেও চলে!
T-20 মাতিয়ে দেবে চান্স পেলে সে দলে!
শুনেছ কী কিট্টুবাবুর দরাজ গলার গান!
হাত পা ছুঁড়ে নাচে যখন কিট্টু শারুক খান!
কেউ তোমরা বুঝলে না সব কিট্টু বাবু ছাড়া!
সকাল বিকাল বকা ঝকা শুধুই পড়া পড়া!
কিট্টুবাবু যা হতে চায়, কেউ দেয় না ধ্যান!
গোমড়ামুখো কিট্টুবাবুর ভীষণ অভিমান!