ইচ্ছার দহন বা দহনের ইচ্ছা যখন
স্থির হয়ে থাকো আগুনে,
ভাব চিতা শয্যায় করেছ শয়ন!
শান্ত থেক দহন জ্বলনে!.....
এই ভেবেই আগুন ছুঁই, মৃত ভয়
আগুনে পুড়লেই ফের জ্যান্ত হয়!
দিকভ্রান্ত! আতঙ্কিত! ভারাক্রান্ত ক্লান্ত চিত্ত
হারানোর ভয়ে মরেছে রোজ !
প্রেম রোজ হয়েছে নিখোঁজ,
বার বার মেখেছে অঙ্গার
সমঝোতা করে থাকার সংসার!
না কোনো বাদল, না শান্তি জল!
মৃত কাকের পাশে অপর কাকেদের কোলাহল!
হতাশাও ক্লান্ত হয়ে থাকে শেষ হওয়ার অপেক্ষায়! ......
একদিন পালটে গেল সকাল, এক ফিনিক্স দেখায়!
এ কি অশ্রু ফোঁটা !
না অঙ্গার থেকে ওঠা
এক কনা দীপ্ত হীরক!
সুচারু নাকে পুরানো নাকছাবির ঝলক!
এখনো আছে! এখনো বেঁচে আছে,
দু চোখের মণিতে বিন্দু হয়ে ছিল ত কাছেই!