মহালয়া আসে, আসে আমাকে চূর্ণ করা মরণ!
পশুত্বের চাপ, অসুরত্বে আমার প্রাণ, হয়রান !
এক পাতাল অন্ধকার !
এক চক্র বারংবার !
এক লহমায় সত্য হয়ে যায় ভুল!
বয়ে যায় কুয়াশা, ঝাপসা দুকূল!
যে মনে আগুন দিয়েছিল এক মন আলো!
সে মন ফুত্কারে কত সহজে ফুরালো!
শরতের এক মেঘ নিয়ে এলো এত দ্বিধা!
কাশ ফুল সাদাতেও লেগে গেল কাদা!
সব তো করেছি স্বীকার!
আসুরিক ভালবাসার বিকার!
তবু প্রতিবার আসে মহালয়া!
শিউলিও পুড়ে গন্ধক হাওয়ায়!
ইছামতী আজও বড় একা!
রাবণ কি হতে পারে সীতার সখা!
দগ্ধ ঘা নিয়ে বসে থাকি কদিন,
জানি এ ভুল করা কষ্টার্জিত ঋণ!
হে দেবী একবার একবার বল!
তোর অপরাধ ক্ষমা যোগ্য হলো!
(বর্ষাতেই লিখে ফেললাম আমার শরতের কথা .. ভিতরে তো ছিলই। .. তাই লিখেই ফেললাম .. )