কোনও সময়
মনে হয়,
উপভোগ, উপভোগের জীবন!
অতঃপর
আর এক ঘোর।
চাই ভোগ কিছু ত্যাগের কারণ!
আকুতি অতি
বিলীন বা ব্যাপ্তি
এক জগত চাই, গেরুয়া গোধুলি!
এক ইচ্ছা মৃত!
অন্য ইচ্ছা উজ্জীবিত
মৃত হৃদয় মাখে বিলীনতার ধুলি!
ক্ষীণ রাত্রি দিন!
বিলীনতার ঋণ
মিশছে ধুলোপথে বা ছায়াপথের বাইরে!
যাওয়া নেই!
আসা নেই!
ধীরে নিশ্চিহ্ন হওয়া সবেরই ভিতরে !