বৃদ্ধ বৃক্ষ ছায়ায় ছাওয়া!
মানী মনে তৃপ্তি পাওয়া!
দৃপ্ত তেজে জানান দিল!
ভাবল সেই  সবার হল !
সর্ব সময় অতীত ধুলো
ঝেড়ে নিজমন  ভুলালো!
এখন দেখে  চলছে  একা!  
ভীড় মাঝেও লাগছে ফাঁকা!
কাটল ধীরে একার  ভয়,
বুঝল কিছুই থাকার  নয়।
এখন ভাবে  অনেক হল!
সে ঘর কোথায়! ঘরে চল!