পা
পাহাড়ে উঠেছি আমি, জলেতে নেমেছি,
যেখানে বলেছ আমি সেখানেতে গেছি!
ভ্রমণেতে আছ তবু তুমি দিয়েছ বিরাম,
রেলগাড়ি ঝমাঝম আর আমার আরাম!
--------------------------------
কবুতর
সারা দিন বকম বকম
যেমন রোদ তেমন গরম।
দিনে একটু ঝিমুই,
রাতে ভালো ঘুমাই।
---------------------------------------------------
বাতেলা
গলা ফাটানি কান পচানি যত কথার জোর ফোয়ারা !
ডিম না ফুটে ডানা মেলে বাতেলা বাজের সব চাওয়ারা!
---------------------------------------------
গতি
শিশুর দুরন্ত পায়ে উড়ছে ধুলো!
সময় হল! ছুটে চলো! ছুটে চলো!
-------------------------------------------
লোন
কেন আমি লোনলি, করি শুধু ধার !
বাড়ি গাড়ি সব তার, আমিই বেকার!