কাল লিখেছিলাম কয় লাইন ( মাফ), মনে হল আর কয় লাইন লিখি।
মাফ (২)
----
কন্যা তুমি এখন ভ্রূণ!
তবুও শরীর ওরা খোঁজে!
কন্যা ওদের পেশা খুন
ওরা একটু বেশী বোঝে!
তোমার অঙ্গ ওরাই খোঁড়ে
অজ্ঞ মনে তোমারই বীজ পুঁতে
তোমার দেহেই তোমায় মেরে,
নির্লজ্জগুলো তোমাকে চায় ছুঁতে!
কন্যা তুমি আর কেঁদো না,নীচ হৃদয়ে আদর ওদের নাই,
কন্যা তুমি ঠাঁই পাবে না। চায় কী তাও ওদের জানা নাই!
কন্যা নিজের মান নিজের শক্তি নিজেই এবার বোঝো,
বাঁচব বলে বাঁচতে শেখো, কন্যা শক্তি রূপে সাজো।
--------------------------------------------------
মাফ (১)
-------
কন্যা চোখে কান্না কেন!
কে দেয় নি ফুল!
কন্যা তুমি বন্যা হয়ে
ভাসাও কেন কূল!
পাপ করেছি মাফ করে দাও
আর হবে না ভুল।