আয় কম ব্যায় কম
---------------------
আয় কম ব্যায় কম ভু--লিল
ক্রেডিট কার্ড ল-ইল
সুইফ্ট কার চ-ড়িল
শপিং মলে যা-ইল
ফাস্ট ফুড খা-ইল
বুকে আই ঢাই আই ঢাই বা-ড়িল।
---------------------------------------------
টাটা ন্যানো
----------
টাটা ন্যানো নাম শুনেছে বাদামতলার বুড়ি !
মাথায় ঘুরে ন্যানো খেলা
ভুলেছে বুড়ি জপমালা,
চিনতা বুড়ির সারা ক্ষণ,
ন্যানো ন্যানো বুড়ির মন
পেটটা ক্যানো মোচড় দ্যায়, পিঠটা সুড়সুড়ি।
ন্যানো চেপেই হাসপাতাল যাবেই যাবে বুড়ি।