নতুন ভোর নতুন দিন
চিন্তা উদর পূর্তির।
ভোর পাখিদের কিচির মিচির
আমরা ভাবি ফুর্তির।

#####

ওরে কাক তোর কর্কশ ডাক !
তুই শুনে হস না অবাক ।
কেউ চাক বা না চাক ,
সে ত ভোর আনা ডাক,
তোর ভাষা নিয়ে তুই তোর মত থাক ।